ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় তিন দিন ধরে  দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রকাশিত : ১৭:০৮, ৮ জুলাই ২০১৯

গাইবান্ধায় দূরপাল্লার সব বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে।

৮ জুলাই সোমবার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে তৃতীয় দিনের মতো গাইবান্ধা থেকে ঢাকাগামীসহ সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক ইউনিয়ন থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে শনিবার (৬ জুলাই) সকাল থেকে জেলার সকল দূরপাল্লার বাস বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।

সোমবার (৮ জুলাই) সকাল থেকে কোথাও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাস মালিকের অভিযোগ, মালিক সমিতির নামে গাইবান্ধা শ্রমিক ইউনিয়ন প্রতিটি চেয়ারকোচ বাস থেকে ৩৬০ টাকা আদায় করার কথা ছিল, কিন্তু বাস চালকদের কাছ থেকে তারা ৪৪০ টাকা করে আদায় করছে। বাস মালিকরা অতিরিক্ত চাঁদা দিতে রাজি নয়। এ কারণে জেলা থেকে সকল দূপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

তবে কখন থেকে এই দূরপাল্লার বাস চলাচল করবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

এএইচ/এসি

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি